ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
গানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’
ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
গানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫