দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’
মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।
দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’
মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫