লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকেলে গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।
বিয়েতে দর্শন আইভরি রঙের শেরওয়ানি ও ধারাল সুরেলিয়া লাল রঙের লেহেঙ্গা পরেন। ক্যাপশনে দর্শন লেখেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’।
দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র-স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি ওডিশার ঋতুরাজ মহান্তির কাছে হেরে রানারআপ হয়েছিলেন। এই শো তাঁর বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর পথ প্রশস্ত করেছিল।
দর্শনের ২০১৫ সালে বলিউডে অভিষেক হয়। তাঁর সুপারহিট গান চোগারা (লভয়াত্রি) তাঁকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর তিনি শেরশাহ সিনেমায় কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ধিন্ডোরা বাজে রে এবং ইশক বিশক রিবাউন্ড-এর সনি সনির মতো জনপ্রিয় গান গেয়েছেন।
দর্শন গুজরাটি ও তেলুগু গানও গেয়েছেন। জার্সি সিনেমার নীডা পড়াধানি, কণ্ঠ দিয়েছেন। ধারাল সুরেলিয়ার ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায়, তিনি পেশায় একজন স্থপতি ও ডিজাইনার।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকেলে গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।
বিয়েতে দর্শন আইভরি রঙের শেরওয়ানি ও ধারাল সুরেলিয়া লাল রঙের লেহেঙ্গা পরেন। ক্যাপশনে দর্শন লেখেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’।
দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র-স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি ওডিশার ঋতুরাজ মহান্তির কাছে হেরে রানারআপ হয়েছিলেন। এই শো তাঁর বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর পথ প্রশস্ত করেছিল।
দর্শনের ২০১৫ সালে বলিউডে অভিষেক হয়। তাঁর সুপারহিট গান চোগারা (লভয়াত্রি) তাঁকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর তিনি শেরশাহ সিনেমায় কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ধিন্ডোরা বাজে রে এবং ইশক বিশক রিবাউন্ড-এর সনি সনির মতো জনপ্রিয় গান গেয়েছেন।
দর্শন গুজরাটি ও তেলুগু গানও গেয়েছেন। জার্সি সিনেমার নীডা পড়াধানি, কণ্ঠ দিয়েছেন। ধারাল সুরেলিয়ার ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায়, তিনি পেশায় একজন স্থপতি ও ডিজাইনার।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে