যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে