পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা।
গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’
গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব।
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে।
গানটি এখানে শুনুন:
পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা।
গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’
গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব।
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে।
গানটি এখানে শুনুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫