দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে এলেন জেমস। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এ ঈদেই বিরতি ভাঙবেন। চাঁদরাতে প্রকাশ করবেন নতুন গান। কথা রাখলেন নগর বাউল। নিয়ে এলেন নতুন গান ‘আই লাভ ইউ’।
গানটি নিয়ে জেমস বলেছিলেন, ‘মাঠে-ময়দানের আমার যারা দর্শক-শ্রোতা, তারা একদম দাবি করে বসেছে যে, নতুন গান লাগবেই। ওদের কারণেই মনে করলাম যে, এখন বোধহয় নতুন গান করা উচিত। এবার যে গানটি করলাম, সেটি একেবারেই আমার মাঠের, ময়দানের দর্শক-শ্রোতাদের জন্য।’
‘আই লাভ ইউ’ গানটি শুরু হচ্ছে এভাবে— ‘ও বন্ধু, তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর, গাইতে চায় না প্রাণ।’ জেমস ও বিশু শিকদার লিখেছেন গানটি। সুর করেছেন জেমস। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা ডিজিটালের ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।
নগরবাউল ভক্তদের জন্য গানটি এবার ঈদের সেরা উপহার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমস বলেছেন, আরও কয়েকটি নতুন গানের প্রস্তুতি চলছে। গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। একটি অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা করছেন নগর বাউল।
শুনুন জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’:
দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে এলেন জেমস। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এ ঈদেই বিরতি ভাঙবেন। চাঁদরাতে প্রকাশ করবেন নতুন গান। কথা রাখলেন নগর বাউল। নিয়ে এলেন নতুন গান ‘আই লাভ ইউ’।
গানটি নিয়ে জেমস বলেছিলেন, ‘মাঠে-ময়দানের আমার যারা দর্শক-শ্রোতা, তারা একদম দাবি করে বসেছে যে, নতুন গান লাগবেই। ওদের কারণেই মনে করলাম যে, এখন বোধহয় নতুন গান করা উচিত। এবার যে গানটি করলাম, সেটি একেবারেই আমার মাঠের, ময়দানের দর্শক-শ্রোতাদের জন্য।’
‘আই লাভ ইউ’ গানটি শুরু হচ্ছে এভাবে— ‘ও বন্ধু, তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর, গাইতে চায় না প্রাণ।’ জেমস ও বিশু শিকদার লিখেছেন গানটি। সুর করেছেন জেমস। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা ডিজিটালের ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।
নগরবাউল ভক্তদের জন্য গানটি এবার ঈদের সেরা উপহার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমস বলেছেন, আরও কয়েকটি নতুন গানের প্রস্তুতি চলছে। গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। একটি অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা করছেন নগর বাউল।
শুনুন জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫