মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। গতকাল মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে।
নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর নিশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর দেখভাল করেন।
এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।
মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। গতকাল মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে।
নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর নিশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর দেখভাল করেন।
এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে