প্রতিনিধি, রাজশাহী
বাবা-মা তো অনেক আগেই মারা গেছেন। এন্ড্রু কিশোরের অভিভাবক বলতে ছিলেন মাতৃতুল্য বোন শিখা বিশ্বাস আর বোনজামাই প্যাট্টিক বিপুল বিশ্বাস। এন্ড্রু কিশোরের জীবনের শেষ কয়েকটা দিনও কেটেছে তাঁদের সঙ্গে। আজ এক বছর হলো এন্ড্রু কিশোর নেই।
প্রিয় বোন আর বোনজামাই বলছেন, এন্ড্রু কিশোরের শূন্যতা তাঁরা মুখে বলে বোঝাতে পারবেন না। এ শূন্যতা শুধু তাঁরাই অনুভব করেন। গত রোববার (৪ জুলাই) সকালে রাজশাহী নগরীর মহিষবাথানে নিজেদের বাসায় আজকের পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁরা এ কথা বলেন।
এই বাড়িতেই গত বছরের ৬ জুলাই শেষবারের মতো শ্বাস নেন এন্ড্রু কিশোর। এখানেই শেষ হয় তাঁর জীবনের গল্প। শিখা বিশ্বাস ও প্যাট্টিক বিপুল বিশ্বাস দুজনেই চিকিৎসক। বাড়ির সঙ্গেই তাঁদের ক্লিনিক। বোন ডা. শিখা বিশ্বাস বললেন, ‘এ বাড়ির সবখানে কিশোরের স্পর্শ। সবই আছে, শুধু কিশোরই নেই। এটা অনেক কষ্টের।’
বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘কিশোরের শূন্যতা কখনো মুখে বলার মতো নয়। এটা অনুভব করার বিষয়। আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তাঁকে অনুভব করি। মনে হয়, সে তো আছেই। যখন মনে হয় আসলেই সে নেই, তখনকার অনুভূতিটা আসলে বোঝানোর নয়।’
এন্ড্রু কিশোরের রাজশাহীতে একটি ফ্ল্যাট ছিল। কিন্তু রাজশাহী এলে বোন-জামাইয়ের বাড়িতেই থাকতেন। শিখা বিশ্বাসের মেয়ে ঢাকায় এন্ড্রু কিশোরের সঙ্গে থাকতেন। এন্ড্রু কিশোর তাঁকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন। তাই রাজশাহীতে নিজের একটি ফ্ল্যাট এন্ড্রু কিশোরকে দিয়েছিলেন শিখা বিশ্বাস। চিকিৎসার জন্য এন্ড্রু কিশোরের সেই ফ্ল্যাটও বিক্রি করে দিতে হয়। ৪৫ লাখ টাকায় একজন ব্যাংক কর্মকর্তা এই ফ্ল্যাটটি কিনেছেন।
ডা. শিখা বিশ্বাস জানালেন, নিজের জমিতে ডেভেলপারের মাধ্যমে অ্যাপার্টমেন্ট করেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন তিনটি ইউনিট। এর মধ্য থেকে একটি ফ্ল্যাট তিনি এন্ড্রু কিশোরকে দিয়েছিলেন। ওই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার পর এখন তাঁর দুটি ফ্ল্যাটের দিকে যেতে মন টানে না। সেগুলো ভাড়া দেওয়া আছে। শিখা বলেন, ‘মনে হয় কিশোর এখানে নেই, তার মানে ঢাকায় আছে অথবা ওই ফ্ল্যাটে আছে। কিন্তু ভাবতেই পারি না যে সে নেই।’
সংগীতের বরপূত্র এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তাঁর মৃত্যুর পর দাবি উঠেছিল, রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর এমন কোনো সম্মাননা দেওয়ার, যা আর কাউকেই দেওয়া হবে না। তবে গত এক বছরে তেমন কিছু হয়নি। এ নিয়ে আক্ষেপ আছে কি না, জানতে চাইলে ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাসের জবাব, ‘রাষ্ট্র তো একটা বিরাট কিছু। অনেক কিছু করতে হয়। আর এখন তো সময়টা খারাপ। মহামারিকাল চলছে। এখনো হয়নি, নিশ্চয় হবে।’
বিপুল বিশ্বাস বলেন, ‘কিশোর যখন সিঙ্গাপুরে ছি,ল তখনো তো করোনা ছিল। এর মধ্যেও প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন। সিঙ্গাপুরে থাকার সময়ও কিশোর সবার স্নেহ, ভালবাসা ও আন্তরিকতা পেয়েছে। এটা তো অস্বীকার করা যায় না। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। সুযোগ এলে নিশ্চয় রাষ্ট্র তাকে অনার করবে।’
বাবা-মা তো অনেক আগেই মারা গেছেন। এন্ড্রু কিশোরের অভিভাবক বলতে ছিলেন মাতৃতুল্য বোন শিখা বিশ্বাস আর বোনজামাই প্যাট্টিক বিপুল বিশ্বাস। এন্ড্রু কিশোরের জীবনের শেষ কয়েকটা দিনও কেটেছে তাঁদের সঙ্গে। আজ এক বছর হলো এন্ড্রু কিশোর নেই।
প্রিয় বোন আর বোনজামাই বলছেন, এন্ড্রু কিশোরের শূন্যতা তাঁরা মুখে বলে বোঝাতে পারবেন না। এ শূন্যতা শুধু তাঁরাই অনুভব করেন। গত রোববার (৪ জুলাই) সকালে রাজশাহী নগরীর মহিষবাথানে নিজেদের বাসায় আজকের পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁরা এ কথা বলেন।
এই বাড়িতেই গত বছরের ৬ জুলাই শেষবারের মতো শ্বাস নেন এন্ড্রু কিশোর। এখানেই শেষ হয় তাঁর জীবনের গল্প। শিখা বিশ্বাস ও প্যাট্টিক বিপুল বিশ্বাস দুজনেই চিকিৎসক। বাড়ির সঙ্গেই তাঁদের ক্লিনিক। বোন ডা. শিখা বিশ্বাস বললেন, ‘এ বাড়ির সবখানে কিশোরের স্পর্শ। সবই আছে, শুধু কিশোরই নেই। এটা অনেক কষ্টের।’
বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘কিশোরের শূন্যতা কখনো মুখে বলার মতো নয়। এটা অনুভব করার বিষয়। আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তাঁকে অনুভব করি। মনে হয়, সে তো আছেই। যখন মনে হয় আসলেই সে নেই, তখনকার অনুভূতিটা আসলে বোঝানোর নয়।’
এন্ড্রু কিশোরের রাজশাহীতে একটি ফ্ল্যাট ছিল। কিন্তু রাজশাহী এলে বোন-জামাইয়ের বাড়িতেই থাকতেন। শিখা বিশ্বাসের মেয়ে ঢাকায় এন্ড্রু কিশোরের সঙ্গে থাকতেন। এন্ড্রু কিশোর তাঁকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন। তাই রাজশাহীতে নিজের একটি ফ্ল্যাট এন্ড্রু কিশোরকে দিয়েছিলেন শিখা বিশ্বাস। চিকিৎসার জন্য এন্ড্রু কিশোরের সেই ফ্ল্যাটও বিক্রি করে দিতে হয়। ৪৫ লাখ টাকায় একজন ব্যাংক কর্মকর্তা এই ফ্ল্যাটটি কিনেছেন।
ডা. শিখা বিশ্বাস জানালেন, নিজের জমিতে ডেভেলপারের মাধ্যমে অ্যাপার্টমেন্ট করেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন তিনটি ইউনিট। এর মধ্য থেকে একটি ফ্ল্যাট তিনি এন্ড্রু কিশোরকে দিয়েছিলেন। ওই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার পর এখন তাঁর দুটি ফ্ল্যাটের দিকে যেতে মন টানে না। সেগুলো ভাড়া দেওয়া আছে। শিখা বলেন, ‘মনে হয় কিশোর এখানে নেই, তার মানে ঢাকায় আছে অথবা ওই ফ্ল্যাটে আছে। কিন্তু ভাবতেই পারি না যে সে নেই।’
সংগীতের বরপূত্র এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তাঁর মৃত্যুর পর দাবি উঠেছিল, রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর এমন কোনো সম্মাননা দেওয়ার, যা আর কাউকেই দেওয়া হবে না। তবে গত এক বছরে তেমন কিছু হয়নি। এ নিয়ে আক্ষেপ আছে কি না, জানতে চাইলে ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাসের জবাব, ‘রাষ্ট্র তো একটা বিরাট কিছু। অনেক কিছু করতে হয়। আর এখন তো সময়টা খারাপ। মহামারিকাল চলছে। এখনো হয়নি, নিশ্চয় হবে।’
বিপুল বিশ্বাস বলেন, ‘কিশোর যখন সিঙ্গাপুরে ছি,ল তখনো তো করোনা ছিল। এর মধ্যেও প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন। সিঙ্গাপুরে থাকার সময়ও কিশোর সবার স্নেহ, ভালবাসা ও আন্তরিকতা পেয়েছে। এটা তো অস্বীকার করা যায় না। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। সুযোগ এলে নিশ্চয় রাষ্ট্র তাকে অনার করবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে