বিনোদন প্রতিবেদক
ঢাকা: সংগীতশিল্পী তপন চৌধুরী বর্তমানে কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে মাঝে মাঝে বাংলাদেশে আসেন। গত ৫ মার্চ দেশে এসেছিলেন এই গায়ক। আড়াই মাসেরও বেশি সময় পর ২৫ মে আবার কানাডায় পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি।
কানাডায় যাওয়ার আগে ভক্তদের নতুন গানের খবর দিয়েছেন তপন চৌধুরী। ‘শেষ বিদায়’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী, সুর ও সংগীতায়োজন করেছেন রুপতনু রুপু।
গানটির ভিডিওর শুটিং হয়েছে আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর বাসায়। ভিডিওটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক বিনোদ রায়। চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ করা হবে।
বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান
তপন চৌধুরী, সংগীতশিল্পী
গান-ভিডিওটি নিয়ে তপন চৌধুরী বলেন, ‘আমি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে রুপতনু রুপু গানটি শোনানোর পর খুব ভালো লাগে। তাই গাওয়ার সিদ্ধান্ত নিই। এই করোনার মধ্যে বাইরে বড় অ্যারেঞ্জমেন্টে গানটির ভিডিও সম্ভব ছিল না। তাই কোনো বাসায় করার সিদ্ধান্ত নিই। কথাটা মুন্নীকে জানাই যে এমন কোনো বাসার ব্যবস্থা করা যায় কি না। মুন্নী প্রস্তাব দেয় ওর বাসাতেই শুটিং করতে পারি কি না। ওর বাসাটা তো সৃজনশীলতায় টইটুম্বর। পুরো বাসায় গানের একটা আবহ আছে। বিনোদ রায়ের নির্দেশনায় গানটির ভিডিওর শুটিং হয়েছে। বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান!
নিজের বাসায় গানটির শুটিং প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘করোনার কারণে এখন বাইরে শুটিং করাও সম্ভব নয়। তা ছাড়া তপন দা নিজেও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখনো সুস্থ হতে পারেননি। তার ওপর তিনি কানাডা চলে যাবেন, হাতে সময় নেই। তাই আমি তাঁকে আমার বাসাতেই গানটির ভিডিওর শুটিং করার প্রস্তাব দিই। গানটি আমার মন ছুঁয়ে গেছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের বিশেষ অনুষ্ঠানে গান করতে গত ৫ মার্চ দেশে এসেছিলেন তপন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত তিনি গাইতে পারেননি। যা নিয়ে খুব আক্ষেপও ঝরে তাঁর কণ্ঠে। এরপর করোনায় আক্রান্ত হয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন এই শিল্পী। প্রায় ২৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সুস্থ হন। এখন অপেক্ষা পরিবারের কাছে ফেরার।
ঢাকা: সংগীতশিল্পী তপন চৌধুরী বর্তমানে কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে মাঝে মাঝে বাংলাদেশে আসেন। গত ৫ মার্চ দেশে এসেছিলেন এই গায়ক। আড়াই মাসেরও বেশি সময় পর ২৫ মে আবার কানাডায় পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি।
কানাডায় যাওয়ার আগে ভক্তদের নতুন গানের খবর দিয়েছেন তপন চৌধুরী। ‘শেষ বিদায়’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী, সুর ও সংগীতায়োজন করেছেন রুপতনু রুপু।
গানটির ভিডিওর শুটিং হয়েছে আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর বাসায়। ভিডিওটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক বিনোদ রায়। চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ করা হবে।
বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান
তপন চৌধুরী, সংগীতশিল্পী
গান-ভিডিওটি নিয়ে তপন চৌধুরী বলেন, ‘আমি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে রুপতনু রুপু গানটি শোনানোর পর খুব ভালো লাগে। তাই গাওয়ার সিদ্ধান্ত নিই। এই করোনার মধ্যে বাইরে বড় অ্যারেঞ্জমেন্টে গানটির ভিডিও সম্ভব ছিল না। তাই কোনো বাসায় করার সিদ্ধান্ত নিই। কথাটা মুন্নীকে জানাই যে এমন কোনো বাসার ব্যবস্থা করা যায় কি না। মুন্নী প্রস্তাব দেয় ওর বাসাতেই শুটিং করতে পারি কি না। ওর বাসাটা তো সৃজনশীলতায় টইটুম্বর। পুরো বাসায় গানের একটা আবহ আছে। বিনোদ রায়ের নির্দেশনায় গানটির ভিডিওর শুটিং হয়েছে। বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান!
নিজের বাসায় গানটির শুটিং প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘করোনার কারণে এখন বাইরে শুটিং করাও সম্ভব নয়। তা ছাড়া তপন দা নিজেও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখনো সুস্থ হতে পারেননি। তার ওপর তিনি কানাডা চলে যাবেন, হাতে সময় নেই। তাই আমি তাঁকে আমার বাসাতেই গানটির ভিডিওর শুটিং করার প্রস্তাব দিই। গানটি আমার মন ছুঁয়ে গেছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের বিশেষ অনুষ্ঠানে গান করতে গত ৫ মার্চ দেশে এসেছিলেন তপন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত তিনি গাইতে পারেননি। যা নিয়ে খুব আক্ষেপও ঝরে তাঁর কণ্ঠে। এরপর করোনায় আক্রান্ত হয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন এই শিল্পী। প্রায় ২৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সুস্থ হন। এখন অপেক্ষা পরিবারের কাছে ফেরার।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫