আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের তৃতীয় গান ‘নাহুবো’। গানটি লিখেছেন শিল্পী অনিমেষ রায় ও শিল্পী সোহানা রহমান।
গানটিতে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র্যাপ শিল্পী সোহানা রহমান, যাকে ‘ডটার অব কোস্টাল’ আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে।
গানটির হাজং ভাষার অংশ লিখেছেন অনিমেষ, র্যাপ গানের অংশ লিখেছেন সোহানা। লেখার পাশাপাশি গানে কণ্ঠও দিয়েছেন তাঁরা; গানে শিল্পী হিসেবে আছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম, ইমরান আহমেদ। গানের সুরও করেছেন সায়ন্তন মাংসাং।
গত বছর কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে ‘নাসেক নাসেক’ গানটি পরিবেশন করে রাতারাতি পরিচিতি পান অনিমেষ। এবার দ্বিতীয় মৌসুমের একমাত্র গানে কণ্ঠ দেন তিনি।
ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ গানের মধ্য দিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা, আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়ে ভাষার মাসে প্রকাশিত হয় গানটি। এতে কণ্ঠ দেন তিন শিল্পী পল্লব, তৌফিক আহমেদ ও রিয়াদ হাসান। প্রকাশের এক মাসের ব্যবধানে গানটির ‘ভিউ’ ১ কোটি ছাড়িয়েছে। মার্চে প্রকাশ করা হয় দ্বিতীয় গান ‘বনবিবি’। গানে কণ্ঠে দেন মেঘদলের শিবু কুমার শীল ও জোহরা বাউল।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের তৃতীয় গান ‘নাহুবো’। গানটি লিখেছেন শিল্পী অনিমেষ রায় ও শিল্পী সোহানা রহমান।
গানটিতে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র্যাপ শিল্পী সোহানা রহমান, যাকে ‘ডটার অব কোস্টাল’ আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে।
গানটির হাজং ভাষার অংশ লিখেছেন অনিমেষ, র্যাপ গানের অংশ লিখেছেন সোহানা। লেখার পাশাপাশি গানে কণ্ঠও দিয়েছেন তাঁরা; গানে শিল্পী হিসেবে আছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম, ইমরান আহমেদ। গানের সুরও করেছেন সায়ন্তন মাংসাং।
গত বছর কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে ‘নাসেক নাসেক’ গানটি পরিবেশন করে রাতারাতি পরিচিতি পান অনিমেষ। এবার দ্বিতীয় মৌসুমের একমাত্র গানে কণ্ঠ দেন তিনি।
ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ গানের মধ্য দিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা, আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়ে ভাষার মাসে প্রকাশিত হয় গানটি। এতে কণ্ঠ দেন তিন শিল্পী পল্লব, তৌফিক আহমেদ ও রিয়াদ হাসান। প্রকাশের এক মাসের ব্যবধানে গানটির ‘ভিউ’ ১ কোটি ছাড়িয়েছে। মার্চে প্রকাশ করা হয় দ্বিতীয় গান ‘বনবিবি’। গানে কণ্ঠে দেন মেঘদলের শিবু কুমার শীল ও জোহরা বাউল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫