বিনোদন ডেস্ক
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে