বিনোদন প্রতিবেদক, ঢাকা
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। গত মাসে অনুষ্ঠিত এই উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জেতে স্বল্পদৈর্ঘ্যটি। কান উৎসবে এটি বাংলাদেশের প্রথম পুরস্কার। এবার এই পরিচালক আসছেন মিউজিক ভিডিও নিয়ে। সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও বানিয়েছেন আদনান আল রাজীব। সুনিধি নায়েকের গাওয়া এই গানের ভিডিওটি প্রকাশিত হবে ২৬ জুন।
পালাবে কোথায় লিখেছেন ও সুর করেছেন সুনিধি নায়েকের স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।
গতকাল প্রকাশ পেয়েছে পালাবে কোথায় গানের পোস্টার। ফেসবুকে পোস্টার শেয়ার করে আদনান লেখেন, ‘আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া “পালাবে কোথায়” শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে। তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাইকে কাজটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ক্যারিয়ারের শুরুতে সংগীতশিল্পী ফাহমিদা নবী, কনা ও পলাশের তিনটি একক গানের ভিডিও বানিয়েছিলেন আদনান আল রাজীব। এরপর কোক স্টুডিও বাংলার জন্য প্রীতম হাসানের সংগীত আয়োজনে তৈরি ‘মা লো মা’ গানের ভিডিওটি বানিয়েছিলেন আদনান। সুনিধির সঙ্গে ভালো বন্ধুত্বের সুবাদে তাঁর গানের ভিডিও বানানোর কথা উল্লেখ করে আদনান বলেন, ‘সুনিধির গান আমার ভালো লাগে। ওর কিছু গান আছে খুব ইন্টারেস্টিং। বিশেষ করে এই গানের কথা ও সুরে অদ্ভুত এক শৈল্পিক ছোঁয়া আছে। অনেক দিন ধরে তাঁর সঙ্গে আলাপ হচ্ছিল। আমরা এই গানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা গল্প বলতে চেয়েছি। সাধারণত মিউজিক ভিডিওগুলোতে যেভাবে গল্প বলা হয়, দৃশ্যায়ন করা হয়, তার থেকে বাইরে গিয়ে নিজেদের মতো করে নতুন কিছু বলতে চেয়েছি।’
সুনিধি নায়েক বলেন, ‘আমি আর অর্ণব বেশ কিছু গান করেছি, যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে পালাবে কোথায় আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি গান। এ গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজিকের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি।’
প্রকাশের আগে গানের ভিডিও নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না সুনিধি। দর্শকের জন্য চমক হিসেবে রাখতে চান। তবে জানিয়েছেন, এই গানের সঙ্গে আদনান আল রাজীবের যুক্ত হওয়ার ঘটনা। সুনিধি বলেন, ‘আদনান আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে নিজেদের কাজ নিয়ে আলোচনা হয়। এ গানটি শোনার পর সে অনেক পছন্দ করে। এরপর মিউজিক ভিডিওর পরিকল্পনা করা হয়। চেষ্টা করেছি নতুন কিছু করার। গান প্রকাশের আগে এর বেশি কিছু বলতে চাই না। আশা করি সবার ভালো লাগবে।’
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। গত মাসে অনুষ্ঠিত এই উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জেতে স্বল্পদৈর্ঘ্যটি। কান উৎসবে এটি বাংলাদেশের প্রথম পুরস্কার। এবার এই পরিচালক আসছেন মিউজিক ভিডিও নিয়ে। সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও বানিয়েছেন আদনান আল রাজীব। সুনিধি নায়েকের গাওয়া এই গানের ভিডিওটি প্রকাশিত হবে ২৬ জুন।
পালাবে কোথায় লিখেছেন ও সুর করেছেন সুনিধি নায়েকের স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।
গতকাল প্রকাশ পেয়েছে পালাবে কোথায় গানের পোস্টার। ফেসবুকে পোস্টার শেয়ার করে আদনান লেখেন, ‘আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া “পালাবে কোথায়” শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে। তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাইকে কাজটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ক্যারিয়ারের শুরুতে সংগীতশিল্পী ফাহমিদা নবী, কনা ও পলাশের তিনটি একক গানের ভিডিও বানিয়েছিলেন আদনান আল রাজীব। এরপর কোক স্টুডিও বাংলার জন্য প্রীতম হাসানের সংগীত আয়োজনে তৈরি ‘মা লো মা’ গানের ভিডিওটি বানিয়েছিলেন আদনান। সুনিধির সঙ্গে ভালো বন্ধুত্বের সুবাদে তাঁর গানের ভিডিও বানানোর কথা উল্লেখ করে আদনান বলেন, ‘সুনিধির গান আমার ভালো লাগে। ওর কিছু গান আছে খুব ইন্টারেস্টিং। বিশেষ করে এই গানের কথা ও সুরে অদ্ভুত এক শৈল্পিক ছোঁয়া আছে। অনেক দিন ধরে তাঁর সঙ্গে আলাপ হচ্ছিল। আমরা এই গানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা গল্প বলতে চেয়েছি। সাধারণত মিউজিক ভিডিওগুলোতে যেভাবে গল্প বলা হয়, দৃশ্যায়ন করা হয়, তার থেকে বাইরে গিয়ে নিজেদের মতো করে নতুন কিছু বলতে চেয়েছি।’
সুনিধি নায়েক বলেন, ‘আমি আর অর্ণব বেশ কিছু গান করেছি, যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে পালাবে কোথায় আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি গান। এ গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজিকের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি।’
প্রকাশের আগে গানের ভিডিও নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না সুনিধি। দর্শকের জন্য চমক হিসেবে রাখতে চান। তবে জানিয়েছেন, এই গানের সঙ্গে আদনান আল রাজীবের যুক্ত হওয়ার ঘটনা। সুনিধি বলেন, ‘আদনান আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে নিজেদের কাজ নিয়ে আলোচনা হয়। এ গানটি শোনার পর সে অনেক পছন্দ করে। এরপর মিউজিক ভিডিওর পরিকল্পনা করা হয়। চেষ্টা করেছি নতুন কিছু করার। গান প্রকাশের আগে এর বেশি কিছু বলতে চাই না। আশা করি সবার ভালো লাগবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে