জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫