বিনোদন প্রতিবেদক, ঢাকা
শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবার মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দেন আসিফ আকবর। ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেন আসিফ-মিল্টন জুটি। তবে কোনো এক অজানা কারণে একসঙ্গে তাঁদের যাত্রাটা বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় দুই দশক পর আবার নতুন গান নিয়ে কাজ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে এমনটাই জানালেন মিল্টন খন্দকার।
ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা—কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’
নতুন গানের বিষয়ে আজকের পত্রিকাকে মিল্টন খন্দকার বলেন, ‘আসিফকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ সিনেমায় সবুজের বুকে লাল গানটি করেছিলাম। গানটি আমি আসিফের কথা ভেবেই বানিয়েছিলাম। এরপর কিছু সিনেমার গান ও মৌলিক গানও হয়েছে আমাদের। কিন্তু আসিফকে চিন্তা করে কোনো গান হয়নি। সে কথা ভেবেই ফেসবুকে লিখেছি, ২০ বছর পর আসিফের জন্য গান করছি।’
আসিফ-মিল্টন জুটির নতুন গানের শিরোনাম ‘এক যুবক’। মিছিলে যাবে বলে রাজপথে দাঁড়িয়ে একা—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। আজ আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন মিল্টন। তিনি বলেন, ‘দরাজ কণ্ঠ আসিফের। তার গলায় প্রতিবাদী গানগুলো অদ্ভুত সুন্দর হয়। এই গানও তার গলায় দারুণ মানাবে।’
কেন এত দিনের বিরতি? জানতে চাইলে মিল্টন খন্দকার বলেন, ‘কেন এই বিরতি, তা আমাদের জানা নেই। হঠাৎ কিছুদিন আগে এক অনুষ্ঠানে দেখা হলে আসিফ বলল, চলেন, একটা গান করি। আমি বললাম, কেন নয়! দুজনে বসে গেলাম নতুন গান নিয়ে পরিকল্পনা করতে। অনেক ভেবেচিন্তে চূড়ান্ত করলাম গানের প্রেক্ষাপট। এভাবেই এক যুবক শিরোনামের গানের সৃষ্টি। এখন রেকর্ডিংয়ের পালা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবার মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দেন আসিফ আকবর। ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেন আসিফ-মিল্টন জুটি। তবে কোনো এক অজানা কারণে একসঙ্গে তাঁদের যাত্রাটা বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় দুই দশক পর আবার নতুন গান নিয়ে কাজ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে এমনটাই জানালেন মিল্টন খন্দকার।
ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা—কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’
নতুন গানের বিষয়ে আজকের পত্রিকাকে মিল্টন খন্দকার বলেন, ‘আসিফকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ সিনেমায় সবুজের বুকে লাল গানটি করেছিলাম। গানটি আমি আসিফের কথা ভেবেই বানিয়েছিলাম। এরপর কিছু সিনেমার গান ও মৌলিক গানও হয়েছে আমাদের। কিন্তু আসিফকে চিন্তা করে কোনো গান হয়নি। সে কথা ভেবেই ফেসবুকে লিখেছি, ২০ বছর পর আসিফের জন্য গান করছি।’
আসিফ-মিল্টন জুটির নতুন গানের শিরোনাম ‘এক যুবক’। মিছিলে যাবে বলে রাজপথে দাঁড়িয়ে একা—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। আজ আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন মিল্টন। তিনি বলেন, ‘দরাজ কণ্ঠ আসিফের। তার গলায় প্রতিবাদী গানগুলো অদ্ভুত সুন্দর হয়। এই গানও তার গলায় দারুণ মানাবে।’
কেন এত দিনের বিরতি? জানতে চাইলে মিল্টন খন্দকার বলেন, ‘কেন এই বিরতি, তা আমাদের জানা নেই। হঠাৎ কিছুদিন আগে এক অনুষ্ঠানে দেখা হলে আসিফ বলল, চলেন, একটা গান করি। আমি বললাম, কেন নয়! দুজনে বসে গেলাম নতুন গান নিয়ে পরিকল্পনা করতে। অনেক ভেবেচিন্তে চূড়ান্ত করলাম গানের প্রেক্ষাপট। এভাবেই এক যুবক শিরোনামের গানের সৃষ্টি। এখন রেকর্ডিংয়ের পালা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে