বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।
১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।
৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।
১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে