খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে