হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫