বিনোদন ডেস্ক
র্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।
ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।
তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’
র্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।
ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।
তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫