বিনোদন প্রতিবেদক
কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশ হলো সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে’। এর আগে অসীম সাহার আরেকটি গীতিকবিতা ‘টান’-এ কণ্ঠ দিয়েছিলেন সাব্বির। গানটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। এতে অংশ নিয়েছেন লোকশিল্পী শাহজাহান মুন্সী।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘কবি অসীম সাহার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে গানটির পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে সালমান।
গানটির আধ্যাত্মিক দিকটি মাথায় নিয়ে আমার গানের গুরু শাহজাহান মুন্সী আর আমাকে একসঙ্গে ভিডিওতে রেখেছে প্রীতুল। শাহজাহান মুন্সীর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। পাশে থেকে তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিও সবার ভালো লাগবে।’
কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশ হলো সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে’। এর আগে অসীম সাহার আরেকটি গীতিকবিতা ‘টান’-এ কণ্ঠ দিয়েছিলেন সাব্বির। গানটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। এতে অংশ নিয়েছেন লোকশিল্পী শাহজাহান মুন্সী।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘কবি অসীম সাহার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে গানটির পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে সালমান।
গানটির আধ্যাত্মিক দিকটি মাথায় নিয়ে আমার গানের গুরু শাহজাহান মুন্সী আর আমাকে একসঙ্গে ভিডিওতে রেখেছে প্রীতুল। শাহজাহান মুন্সীর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। পাশে থেকে তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিও সবার ভালো লাগবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫