বিনোদন প্রতিবেদক
ক্যানসারের সঙ্গে লড়াই, একের পর এক অস্ত্রোপচারের কারণে বেজবাবা সুমন অনেক দিন গান থেকে দূরে ছিলেন। ২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’-এর পর অর্থহীনের কোনো নতুন গান আসেনি। ব্যান্ডটির সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।
দীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। সেই অ্যালবামের প্রথম গান ‘আমার এ গান’। অর্থহীনের প্রতি সংগীতানুরাগীদের আলাদা প্রত্যাশা থাকে। নতুন গানেও অর্থহীনও নিরাশ করেনি ভক্তদের। নতুন গানে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুমন ও অর্থহীন ব্যান্ডের বাকি সদস্যরা।
‘আমার এ গান’—শিরোনামে গানটি ব্যান্ডের ‘ফিনিক্স ডায়েরি-১’ অ্যালবামের প্রথম গান। গানটিতে যে অর্থহীন ভক্তদের জন্য বিশেষ কিছু থাকবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল অর্থহীন। গানটির ডিসক্লেইমারেই ছিল সেই ইঙ্গিত। ‘আমার এ গান’-এর ডিসক্লেইমারে বলা হয়, ‘পরবর্তী ৮ মিনিটে আপনারা যার সাক্ষী হতে যাচ্ছেন, তা কেবল একটি গানই নয়, একটি গান চিত্রই নয়; এটি ‘অর্থহীনের ভক্তদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা—যারা আমাদের ভালো-খারাপ সব সময়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন।’
সুমনের গল্প ও চিত্রনাট্যে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক আশফাক বিপুল। ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে অর্থহীনের সদস্যদের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সুমন জানান, দুই বছর আগে ইমতিয়াজুল আনোয়ার নামে চট্টগ্রামের এক তরুণের কাছ থেকে ‘আমার এ গান’–এর লিরিক পেয়েছিলেন তিনি। দুই বছর পর গানটির সেই লিরিক ঘষামাজা করে সুর করেছেন সুমন।
মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে ‘ফিনিক্স ডায়েরি-১’ অ্যালবামটি। এ বছরের শেষ দিকেই সবগুলো গান প্রকাশ করা হবে। এর মধ্যে ৪টি গান থাকবে ভিডিওসহ।
উল্লেখ্য, বর্তমানে অর্থহীন ব্যান্ডের লাইনআপে রয়েছেন সুমন (গায়ক, বেজ গিটার), শিশির (গিটার, কিবোর্ড), মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)।
ক্যানসারের সঙ্গে লড়াই, একের পর এক অস্ত্রোপচারের কারণে বেজবাবা সুমন অনেক দিন গান থেকে দূরে ছিলেন। ২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’-এর পর অর্থহীনের কোনো নতুন গান আসেনি। ব্যান্ডটির সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।
দীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। সেই অ্যালবামের প্রথম গান ‘আমার এ গান’। অর্থহীনের প্রতি সংগীতানুরাগীদের আলাদা প্রত্যাশা থাকে। নতুন গানেও অর্থহীনও নিরাশ করেনি ভক্তদের। নতুন গানে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুমন ও অর্থহীন ব্যান্ডের বাকি সদস্যরা।
‘আমার এ গান’—শিরোনামে গানটি ব্যান্ডের ‘ফিনিক্স ডায়েরি-১’ অ্যালবামের প্রথম গান। গানটিতে যে অর্থহীন ভক্তদের জন্য বিশেষ কিছু থাকবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল অর্থহীন। গানটির ডিসক্লেইমারেই ছিল সেই ইঙ্গিত। ‘আমার এ গান’-এর ডিসক্লেইমারে বলা হয়, ‘পরবর্তী ৮ মিনিটে আপনারা যার সাক্ষী হতে যাচ্ছেন, তা কেবল একটি গানই নয়, একটি গান চিত্রই নয়; এটি ‘অর্থহীনের ভক্তদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা—যারা আমাদের ভালো-খারাপ সব সময়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন।’
সুমনের গল্প ও চিত্রনাট্যে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক আশফাক বিপুল। ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে অর্থহীনের সদস্যদের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সুমন জানান, দুই বছর আগে ইমতিয়াজুল আনোয়ার নামে চট্টগ্রামের এক তরুণের কাছ থেকে ‘আমার এ গান’–এর লিরিক পেয়েছিলেন তিনি। দুই বছর পর গানটির সেই লিরিক ঘষামাজা করে সুর করেছেন সুমন।
মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে ‘ফিনিক্স ডায়েরি-১’ অ্যালবামটি। এ বছরের শেষ দিকেই সবগুলো গান প্রকাশ করা হবে। এর মধ্যে ৪টি গান থাকবে ভিডিওসহ।
উল্লেখ্য, বর্তমানে অর্থহীন ব্যান্ডের লাইনআপে রয়েছেন সুমন (গায়ক, বেজ গিটার), শিশির (গিটার, কিবোর্ড), মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫