বিনোদন ডেস্ক
২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর। এবার সব বয়সের প্রতিযোগীরাই অংশ নিয়েছিলেন। ফলে বিজয়ী নির্ধারণ করা হয়েছে বড় এবং ছোট দুই দল থেকে।
বড়দের মধ্যে বিজয়ী হয়েছেন দেয়াশিনী। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী ও সাঁই। তৃতীয় স্থানে সত্যজিৎ। অন্য দিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে ঐশী ও তৃতীয় স্থানে অনীক। সৃজিতা হয়েছেন চতুর্থ।
কল্যাণীর মদনপুরের মেয়ে দেয়াশিনী রায়। এর আগে কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন দেয়াশিনী। অবশেষে সারেগামাপার শিরোপা জিতলেন তিনি। দেয়াশিনী বলেন, ‘সারেগামাপার শিরোপা অনেক বড় সাকসেস। হাজারো স্বপ্নের মধ্যে বেশ বড় একটা স্বপ্ন আজ পূরণ হলো। এখান থেকেই আমার নতুন জার্নি শুরু হলো। এখনো অনেক কিছু করার বাকি আছে। শুরু থেকে এটাই লক্ষ্য ছিল সারেগামাপা জিতি কিংবা না জিতি, মানুষের মন জিততে হবে। সারেগামাপাতে গান শুনিয়ে আজ প্রচুর মানুষের মনে জায়গা করতে পেরেছি। যাঁদের মনে এখনো জায়গা করতে পারিনি, তাঁদের এটুকু কথা দিতে পারি, আমি আরও চেষ্টা করব।’
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন আদনান সামি। নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করেন এই সংগীতশিল্পী। এ দিন আদনান সামির সঙ্গে ছিলেন হৈমন্তী শুক্লা। পুরো সিজন সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও জাভেদ আলী।
২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর। এবার সব বয়সের প্রতিযোগীরাই অংশ নিয়েছিলেন। ফলে বিজয়ী নির্ধারণ করা হয়েছে বড় এবং ছোট দুই দল থেকে।
বড়দের মধ্যে বিজয়ী হয়েছেন দেয়াশিনী। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী ও সাঁই। তৃতীয় স্থানে সত্যজিৎ। অন্য দিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে ঐশী ও তৃতীয় স্থানে অনীক। সৃজিতা হয়েছেন চতুর্থ।
কল্যাণীর মদনপুরের মেয়ে দেয়াশিনী রায়। এর আগে কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন দেয়াশিনী। অবশেষে সারেগামাপার শিরোপা জিতলেন তিনি। দেয়াশিনী বলেন, ‘সারেগামাপার শিরোপা অনেক বড় সাকসেস। হাজারো স্বপ্নের মধ্যে বেশ বড় একটা স্বপ্ন আজ পূরণ হলো। এখান থেকেই আমার নতুন জার্নি শুরু হলো। এখনো অনেক কিছু করার বাকি আছে। শুরু থেকে এটাই লক্ষ্য ছিল সারেগামাপা জিতি কিংবা না জিতি, মানুষের মন জিততে হবে। সারেগামাপাতে গান শুনিয়ে আজ প্রচুর মানুষের মনে জায়গা করতে পেরেছি। যাঁদের মনে এখনো জায়গা করতে পারিনি, তাঁদের এটুকু কথা দিতে পারি, আমি আরও চেষ্টা করব।’
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন আদনান সামি। নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করেন এই সংগীতশিল্পী। এ দিন আদনান সামির সঙ্গে ছিলেন হৈমন্তী শুক্লা। পুরো সিজন সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও জাভেদ আলী।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে