এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে গতকাল।
নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।
‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘এটি কৌশিক হোসেন তাপসের ২১ বছর আগের একটি গান। তাঁর নির্দেশনায় গানটি আমি খানিকটা ওয়েস্টার্ন এপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশন সবমিলিয়ে গানটি অসামান্য হয়ে উঠেছে।’
ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির।
গানের মডেল হয়েছেন আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এ গানে মডেল হওয়ার মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম।
আসিফ আজিম বলেন, ‘মালদ্বীপে যখন গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’
শুনুন তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’:
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে গতকাল।
নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।
‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘এটি কৌশিক হোসেন তাপসের ২১ বছর আগের একটি গান। তাঁর নির্দেশনায় গানটি আমি খানিকটা ওয়েস্টার্ন এপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশন সবমিলিয়ে গানটি অসামান্য হয়ে উঠেছে।’
ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির।
গানের মডেল হয়েছেন আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এ গানে মডেল হওয়ার মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম।
আসিফ আজিম বলেন, ‘মালদ্বীপে যখন গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’
শুনুন তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫