প্রকাশ পেল পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল।
গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তা ছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।
জানা যায়, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায় তাঁর।
প্রসঙ্গত তৌহিদ ইথুন কর্মস্থলে তোহিদুল ইসলাম নামে পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
প্রকাশ পেল পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল।
গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তা ছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।
জানা যায়, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায় তাঁর।
প্রসঙ্গত তৌহিদ ইথুন কর্মস্থলে তোহিদুল ইসলাম নামে পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫