বিনোদন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই র্যাপার। মাত্র কয়েকটি ফ্যান ইভেন্টকে ঘিরে ছিল তাঁর উপস্থিতি। বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি।
বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন এ বছরের শেষ নাগাদ। তাই এই সময়ে নিজের একক ক্যারিয়ারে মন দিয়েছেন জে-হোপ। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।
নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—৩ দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি শহরে ৩১টি কনসার্ট করবেন তিনি। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক ইত্যাদি।
ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’-এর মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।
সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে শিল্পীর ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই র্যাপার। মাত্র কয়েকটি ফ্যান ইভেন্টকে ঘিরে ছিল তাঁর উপস্থিতি। বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি।
বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন এ বছরের শেষ নাগাদ। তাই এই সময়ে নিজের একক ক্যারিয়ারে মন দিয়েছেন জে-হোপ। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।
নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—৩ দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি শহরে ৩১টি কনসার্ট করবেন তিনি। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক ইত্যাদি।
ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’-এর মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।
সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে শিল্পীর ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে