Ajker Patrika

গানে ফিরলেন কানিজ সুবর্ণা

গানে ফিরলেন কানিজ সুবর্ণা

‘দিন তারিখ গুণে বলতে পারব না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভাল লাগছে!’—ধানমন্ডি জিগাতলার কোলাহল স্টুডিওতে গান রেকর্ডিং শেষে এভাবেই নিজের অনুভূতি জানালেন দেশের প্রখ্যাত পপতারকা কানিজ সুবর্ণা।

রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আগমন কানিজের। বাচ্চুর সুর-সংগীতে ‘ভালবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বানিজ্যিক ধারায় যাত্রা শুরু এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে গান উপহার দিয়েছেন। তবে ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। এরপর তাঁর কণ্ঠে গান শোনা গেছে খুব কমই।

তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে নতুন গানে কণ্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা। অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে তানভীর তারেকের কথা, সুর ও সংগীত আসছে কানিজের নতুন গান ‘মায়া’। কোরবানির ঈদে প্রকাশ পাবে গানটি।

সম্প্রতি অভিনয়েও অভিষেক হলো কানিজ সুবর্ণার। জাহিদ হোসেনের পরিচালনায় ‘সুবর্ণভূমি’ সিনেমায় শেফালি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত