আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫