একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫