‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫