ইউটিউবের কল্যাণে অনেক সংগীতশিল্পীই পেয়েছেন তারকাখ্যাতি। তাঁদেরই একজন ভারতের অনুভ জৈন। মূলত গিটার ও উকুলেলে বাজিয়ে গান করেন তিনি। ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন অনুভ। এরপর তিনি গেয়েছেন ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’-এর মতো ভাইরাল সব গান। ২৮ বছর বয়সী এই গায়কের ইউটিউব অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি। শুধু ভারতে নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় এই গায়ক। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন অনুভ। আগামী ১ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির চার নম্বর হলে আয়োজিত কনসার্ট মাতাবেন তিনি।
এক ভিডিও বার্তায় ঢাকায় নিজের প্রথম কনসার্ট নিয়ে অনুভ জৈন বলেন, ‘আমি খুব আনন্দিত যে ঢাকায় গান করতে আসছি। সুন্দর এই দেশে এটা আমার প্রথম সফর, তোমাদের সঙ্গে আমার গান এবং গল্পগুলো শেয়ার করব ভেবে আমি খুব উচ্ছ্বসিত। তোমাদের দেখার অপেক্ষা আর সইছে না।’
আগামী ১ জুন সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন অনুভ। সেদিন রাতে কনসার্টে অংশ নিয়ে পরদিন সকালে আবার ভারতে উড়ে যাবেন তিনি।
‘লেটস ভাইভ ঢাকা’ শীর্ষক এই কনসার্টে অনুভ জৈনের সঙ্গে থাকবেন বাংলাদেশের তিন সংগীত তারকা। তাঁরা হলেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার। চার শিল্পীর এ কনসার্টটি আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও অ্যাডভেন্টর কমিউনিকেশনস।
কনসার্ট নিয়ে তরুণদের মাঝে তৈরি হয়েছে উন্মাদনা। ইতিমধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট। আয়োজক কমিটির পক্ষে জানানো হয়েছে, ১৪ তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। দর্শকদের এমন সাড়ায় অভিভূত তারা। এখনো দর্শকেরা কনসার্টের টিকিটের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে টিকিটি শেষ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে আয়োজক কমিটি।
মোট তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হয়েছে। সাধারণ টিকিট ১ হাজার ৮০০ টাকা, সামনের সারি ৩ হাজার এবং ভিআইপি টিকিটের দাম নির্ধারণ করা হয় ৪ হাজার ৫০০ টাকা। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। জেফার, প্রীতম ও তাহসানের পর সবশেষ মঞ্চে উঠবেন অনুভ জৈন। দর্শকদের জন্য গেট ওপেন করা হবে বিকেল ৪টায়।
ইউটিউবের কল্যাণে অনেক সংগীতশিল্পীই পেয়েছেন তারকাখ্যাতি। তাঁদেরই একজন ভারতের অনুভ জৈন। মূলত গিটার ও উকুলেলে বাজিয়ে গান করেন তিনি। ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন অনুভ। এরপর তিনি গেয়েছেন ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’-এর মতো ভাইরাল সব গান। ২৮ বছর বয়সী এই গায়কের ইউটিউব অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি। শুধু ভারতে নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় এই গায়ক। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন অনুভ। আগামী ১ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির চার নম্বর হলে আয়োজিত কনসার্ট মাতাবেন তিনি।
এক ভিডিও বার্তায় ঢাকায় নিজের প্রথম কনসার্ট নিয়ে অনুভ জৈন বলেন, ‘আমি খুব আনন্দিত যে ঢাকায় গান করতে আসছি। সুন্দর এই দেশে এটা আমার প্রথম সফর, তোমাদের সঙ্গে আমার গান এবং গল্পগুলো শেয়ার করব ভেবে আমি খুব উচ্ছ্বসিত। তোমাদের দেখার অপেক্ষা আর সইছে না।’
আগামী ১ জুন সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন অনুভ। সেদিন রাতে কনসার্টে অংশ নিয়ে পরদিন সকালে আবার ভারতে উড়ে যাবেন তিনি।
‘লেটস ভাইভ ঢাকা’ শীর্ষক এই কনসার্টে অনুভ জৈনের সঙ্গে থাকবেন বাংলাদেশের তিন সংগীত তারকা। তাঁরা হলেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার। চার শিল্পীর এ কনসার্টটি আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও অ্যাডভেন্টর কমিউনিকেশনস।
কনসার্ট নিয়ে তরুণদের মাঝে তৈরি হয়েছে উন্মাদনা। ইতিমধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট। আয়োজক কমিটির পক্ষে জানানো হয়েছে, ১৪ তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। দর্শকদের এমন সাড়ায় অভিভূত তারা। এখনো দর্শকেরা কনসার্টের টিকিটের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে টিকিটি শেষ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে আয়োজক কমিটি।
মোট তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হয়েছে। সাধারণ টিকিট ১ হাজার ৮০০ টাকা, সামনের সারি ৩ হাজার এবং ভিআইপি টিকিটের দাম নির্ধারণ করা হয় ৪ হাজার ৫০০ টাকা। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। জেফার, প্রীতম ও তাহসানের পর সবশেষ মঞ্চে উঠবেন অনুভ জৈন। দর্শকদের জন্য গেট ওপেন করা হবে বিকেল ৪টায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে