অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’
অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’
অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’
অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫