সেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২০১৩ সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড আয় করেছিল ৫৪০ মিলিয়ন ডলার। এই জম্বি থ্রিলার এক যুগ ধরে ছিল ব্র্যাড পিটের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৫ সালে এসে সে রেকর্ড ভেঙে দিল এফ ওয়ান।
অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ কী? অনেকে হয়তো বলবেন, ভালো অভিনয় করা, চরিত্রকে দ্রুত আয়ত্তে আনা কিংবা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারা। তবে লিয়াম নিসনের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শুটিং সেটে সময়মতো উপস্থিত হওয়া। এটা যেকোনো অভিনেতার সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।