চলে গেলেন ইংল্যান্ডের মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, হ্যারি পটারের ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’খ্যাত ডেম ম্যাগি স্মিথ। আজ শুক্রবার সকালে লন্ডনের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তাঁকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ।’
১৯৫০ সালে মঞ্চনাটক দিয়ে ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। পুরস্কৃত হয়েছেন অস্কার থেকে শুরু করে বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব আসরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় স্কুলশিক্ষিকা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ম্যাগি স্মিথ।
এরপর ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পান। অস্কারে মনোনীত হয়েছেন আরও চারবার। তবে হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।
ম্যাগি স্মিথকে হারিয়ে হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তার আগের বছর, ২০২২ সালের অক্টোবরের মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। পর পর তিন বছরের মধ্যে হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে। ফলে হ্যারি পটারের জাদুনগরী এখন যেন অনেকটাই নিষ্প্রভ।
চলে গেলেন ইংল্যান্ডের মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, হ্যারি পটারের ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’খ্যাত ডেম ম্যাগি স্মিথ। আজ শুক্রবার সকালে লন্ডনের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তাঁকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ।’
১৯৫০ সালে মঞ্চনাটক দিয়ে ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। পুরস্কৃত হয়েছেন অস্কার থেকে শুরু করে বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব আসরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় স্কুলশিক্ষিকা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ম্যাগি স্মিথ।
এরপর ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পান। অস্কারে মনোনীত হয়েছেন আরও চারবার। তবে হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।
ম্যাগি স্মিথকে হারিয়ে হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তার আগের বছর, ২০২২ সালের অক্টোবরের মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। পর পর তিন বছরের মধ্যে হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে। ফলে হ্যারি পটারের জাদুনগরী এখন যেন অনেকটাই নিষ্প্রভ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে