বিনোদন ডেস্ক
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে