বিনোদন ডেস্ক
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৭ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৭ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৭ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৭ দিন আগে