হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে