ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।
ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৫ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৫ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৫ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৫ দিন আগে