ট্যাক্সি ড্রাইভার, দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট এবং সাম্প্রতিক সময়ের কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন–এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসি। ‘দুর্ঘটনাক্রমে’ হয়ে উঠলেন টিকটক তারকা! অবশ্য স্বেচ্ছায় নয়, অনেকটা বোকা বানিয়েই তাঁকে দিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন মেয়ে ফ্রান্সেসকা স্করসেসি।
সিনেমা পরিচালক থেকে টিকটক তারকা বনে যাওয়ার বিষয়ে মার্টিন আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমাকে বোকা বানানো হয়েছে!’
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্করসেসি বলেন, তিনি ভেবেছিলেন মেয়ে মজা করে ভিডিও বানাচ্ছে। তিনি জানতেন না ভিডিওগুলো অনলাইনে শেয়ার করা হবে বা এগুলো ভাইরাল হওয়ার মতো কিছু।
স্করসেসি বলেন, ‘আমাকে বোকা বানিয়ে এর মধ্যে আনা হয়েছে। আমার সঙ্গে চালাকি করা হয়েছে। আমি জানতাম না এ ধরনের ভিডিও ভাইরাল হয়। তারা বলছে, ভাইরাল হয়েছে। আমি জানতাম না।’
মেয়ের বানানো ভিডিওতে ৮০ বছর বয়সী স্করসেসি তরুণ প্রজন্মের বিশেষ শব্দগুলোর (স্ল্যাং) অর্থ অনুমান করছিলেন, কখনো কোন সিনেমা সেরা সেটির তালিকাও করতে দেখা যায়।
কুকুর সঙ্গে নিয়ে বানানো একটি টিকটক ভিডিও নিয়ে স্করসেসি বলেন, ‘আমি জানতাম না তারা এ ভিডিও দিয়ে কী করবে। তাদের হাতে সব সময় আইফোন ক্যামেরা থাকে। আপনি জানবেনও না। আমি আসলেই জানতাম না সে (মেয়ে) এসব পোস্ট করবে। তারা সম্ভবত “পোস্ট” শব্দই ব্যবহার করে, তাই না?’
স্করসেসি ভাষায়, মেয়ে নাকি সারা দিন তাঁকে যন্ত্রণা করে। হুটহাট ধরে ধরে এনে ক্যামেরার সামনে দাঁড় করায়, ভিডিও বানায়। স্করসেসি বলেন, ‘মেয়ে ঘরজুড়ে এসবই করে। এমনকি ঘরোয়া পোশাকে থাকলেও ক্যামেরার সামনে এসে এটা-সেটা করতে বলে।’
এ পরিচালকের সর্বশেষ সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পেয়েছে। ২০১৭ সালে প্রকাশিত আমেরিকান সাংবাদিক ডেভিড গ্রানের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেন স্করসেসি।
নন ফিকশন উপন্যাসটির উপজীব্য ১৯২০–এর দশকে আদিবাসী সম্প্রদায়ের ওপর আমেরিকা সরকারের গণহত্যা। ওই সময় ওকলাহোমা অঙ্গরাজ্যের ওসেজ কাউন্টিতে বড় আকারের তেলের খনির সন্ধান মেলে। তখন সেখানে বসবাস করতে আদিবাসী ওসেজ জনগোষ্ঠী। তাঁরা বেশ ধন সম্পদের মালিক ছিলেন। তাঁদের জমির নিচেই পাওয়া যায় তেলের খনি। তেল উত্তোলনের জন্য এই পুরো সম্প্রদায়কে নির্বিচারে হত্যা করা হয়।
ট্যাক্সি ড্রাইভার, দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট এবং সাম্প্রতিক সময়ের কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন–এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসি। ‘দুর্ঘটনাক্রমে’ হয়ে উঠলেন টিকটক তারকা! অবশ্য স্বেচ্ছায় নয়, অনেকটা বোকা বানিয়েই তাঁকে দিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন মেয়ে ফ্রান্সেসকা স্করসেসি।
সিনেমা পরিচালক থেকে টিকটক তারকা বনে যাওয়ার বিষয়ে মার্টিন আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমাকে বোকা বানানো হয়েছে!’
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্করসেসি বলেন, তিনি ভেবেছিলেন মেয়ে মজা করে ভিডিও বানাচ্ছে। তিনি জানতেন না ভিডিওগুলো অনলাইনে শেয়ার করা হবে বা এগুলো ভাইরাল হওয়ার মতো কিছু।
স্করসেসি বলেন, ‘আমাকে বোকা বানিয়ে এর মধ্যে আনা হয়েছে। আমার সঙ্গে চালাকি করা হয়েছে। আমি জানতাম না এ ধরনের ভিডিও ভাইরাল হয়। তারা বলছে, ভাইরাল হয়েছে। আমি জানতাম না।’
মেয়ের বানানো ভিডিওতে ৮০ বছর বয়সী স্করসেসি তরুণ প্রজন্মের বিশেষ শব্দগুলোর (স্ল্যাং) অর্থ অনুমান করছিলেন, কখনো কোন সিনেমা সেরা সেটির তালিকাও করতে দেখা যায়।
কুকুর সঙ্গে নিয়ে বানানো একটি টিকটক ভিডিও নিয়ে স্করসেসি বলেন, ‘আমি জানতাম না তারা এ ভিডিও দিয়ে কী করবে। তাদের হাতে সব সময় আইফোন ক্যামেরা থাকে। আপনি জানবেনও না। আমি আসলেই জানতাম না সে (মেয়ে) এসব পোস্ট করবে। তারা সম্ভবত “পোস্ট” শব্দই ব্যবহার করে, তাই না?’
স্করসেসি ভাষায়, মেয়ে নাকি সারা দিন তাঁকে যন্ত্রণা করে। হুটহাট ধরে ধরে এনে ক্যামেরার সামনে দাঁড় করায়, ভিডিও বানায়। স্করসেসি বলেন, ‘মেয়ে ঘরজুড়ে এসবই করে। এমনকি ঘরোয়া পোশাকে থাকলেও ক্যামেরার সামনে এসে এটা-সেটা করতে বলে।’
এ পরিচালকের সর্বশেষ সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পেয়েছে। ২০১৭ সালে প্রকাশিত আমেরিকান সাংবাদিক ডেভিড গ্রানের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেন স্করসেসি।
নন ফিকশন উপন্যাসটির উপজীব্য ১৯২০–এর দশকে আদিবাসী সম্প্রদায়ের ওপর আমেরিকা সরকারের গণহত্যা। ওই সময় ওকলাহোমা অঙ্গরাজ্যের ওসেজ কাউন্টিতে বড় আকারের তেলের খনির সন্ধান মেলে। তখন সেখানে বসবাস করতে আদিবাসী ওসেজ জনগোষ্ঠী। তাঁরা বেশ ধন সম্পদের মালিক ছিলেন। তাঁদের জমির নিচেই পাওয়া যায় তেলের খনি। তেল উত্তোলনের জন্য এই পুরো সম্প্রদায়কে নির্বিচারে হত্যা করা হয়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২২ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২২ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২২ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২২ দিন আগে