২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছিল সমালোচকদের প্রশংসা আর পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছিল এটি। মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর ২’। আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। তিন মিনিটের ঝলকে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
‘গ্লাডিয়েটর’ এর প্রথম কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক এবং লুসি ফিশার।
তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেদ্রো পাসকেল, কনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নেরও বেশি আয় করে। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে সিনেমাটি। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে সিনেমাটি।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছিল সমালোচকদের প্রশংসা আর পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছিল এটি। মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর ২’। আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। তিন মিনিটের ঝলকে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
‘গ্লাডিয়েটর’ এর প্রথম কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক এবং লুসি ফিশার।
তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেদ্রো পাসকেল, কনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নেরও বেশি আয় করে। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে সিনেমাটি। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে সিনেমাটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে