বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে