মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫