বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে