বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৭ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৭ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৭ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৭ দিন আগে