আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে