৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে