মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’-এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর সংবাদ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার নিজ বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় টম উইলকিনসনের।
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনস’-এর মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন। ২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’-এর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান।
মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’-এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর সংবাদ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার নিজ বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় টম উইলকিনসনের।
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনস’-এর মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন। ২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’-এর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২২ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২২ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২২ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২২ দিন আগে