করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে