২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে