বিনোদন প্রতিবেদক, ঢাকা
রূপালি পর্দা থেকে বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেন তিনি। তবে বুধবার হঠাৎ এই চিত্রনায়িকা সংবাদমাধ্যমকে জানান, তিনি আর এই সিনেমা করছেন না। কিন্তু তিনি যে আর সিনেমাটিতে অভিনয় করবেন না তা জানেন না পরিচালক ও প্রযোজক।
এ বিষয়ে মাহি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সত্য, তবে একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক ইন্টারভিউতে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তাঁর ভালো লাগেনি। আমি আগামীকাল তাঁর বাসায় যাব, আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।
তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।
এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।
জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।
রূপালি পর্দা থেকে বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেন তিনি। তবে বুধবার হঠাৎ এই চিত্রনায়িকা সংবাদমাধ্যমকে জানান, তিনি আর এই সিনেমা করছেন না। কিন্তু তিনি যে আর সিনেমাটিতে অভিনয় করবেন না তা জানেন না পরিচালক ও প্রযোজক।
এ বিষয়ে মাহি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সত্য, তবে একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক ইন্টারভিউতে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তাঁর ভালো লাগেনি। আমি আগামীকাল তাঁর বাসায় যাব, আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।
তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।
এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।
জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে