বিনোদন প্রতিবেদক, ঢাকা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী ৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে আগুনির উদ্বোধনী প্রদর্শনী।
রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যাবে জুলাই আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প। কাজী নওশাবা বলেন, ‘রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বোলিক নাটক। এর মধ্য দিয়ে বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। সেই কৃষি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র এসেছে গল্পে। থাকছে জুলাই আন্দোলনের কথাও। আমরা বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি। এই স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনসহ বাংলাদেশের সকল আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সবাইকে এই নাটকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই।’
নওশাবা জানান, আগুনি মিউজিক্যাল পাপেট থিয়েটার হলেও শুধু পাপেট নিয়েই সীমাবদ্ধ নয়। থাকছে আরও নানা বিষয়। এতে জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নিলেও এখনই তাঁদের নাম জানাতে চান না নওশাবা। ধীরে ধীরে জানাবেন এর বিস্তারিত। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘জুলাইয়ে যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের মানসিক অবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। কারণ, ২০১৮ সালের আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমার সঙ্গে যা হয়েছিল, তাতে অনেকটা সময় মানসিক অবসাদে কাটাতে হয়েছে আমাকে। সেই অভিজ্ঞতার আলোকেই চেষ্টা করছি জুলাই আন্দোলনের যোদ্ধারা যে অবসাদে ভুগছেন, সেটা যেন কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন। শিল্পের মাঝে থাকলে মানুষ নানা সংকট কাটিয়ে উঠতে পারে। আমি নিজেও উঠে দাঁড়িয়েছি। এটাই তাঁদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
নওশাবা আরও বলেন, ‘আগুনি শুধু একটি নাটক নয়। আমাদের মূল উদ্দেশ্য জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য ফিরিয়ে আনা। একটি ওয়ার্কশপের মধ্য দিয়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া। তাঁরা একসঙ্গে রিহার্সাল করছেন, আনন্দ করছেন। এই যাত্রাটার মধ্য দিয়ে তাঁদের যে মানসিক প্রশান্তি আসছে সেটাই মুখ্য। ওয়ার্কশপে এসে তাঁরা একে অন্যের সঙ্গে নিজের গল্প শেয়ার করছেন। সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। আবার কবিতা, গান, ছবি আঁকা, নৃত্যসহ নানা কর্মকাণ্ড করছেন। সেই আউটকামটাই হচ্ছে এই নাটক, যা দেখা যাবে আগামী ৮ আগস্ট।’
শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের অন্যান্য অঞ্চলেও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মিউজিক্যাল পাপেট থিয়েটারটি করতে চান নওশাবা। ইতিমধ্যে এ নিয়ে কাজও শুরু করেছেন তিনি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী ৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে আগুনির উদ্বোধনী প্রদর্শনী।
রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যাবে জুলাই আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প। কাজী নওশাবা বলেন, ‘রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বোলিক নাটক। এর মধ্য দিয়ে বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। সেই কৃষি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র এসেছে গল্পে। থাকছে জুলাই আন্দোলনের কথাও। আমরা বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি। এই স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনসহ বাংলাদেশের সকল আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সবাইকে এই নাটকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই।’
নওশাবা জানান, আগুনি মিউজিক্যাল পাপেট থিয়েটার হলেও শুধু পাপেট নিয়েই সীমাবদ্ধ নয়। থাকছে আরও নানা বিষয়। এতে জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নিলেও এখনই তাঁদের নাম জানাতে চান না নওশাবা। ধীরে ধীরে জানাবেন এর বিস্তারিত। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘জুলাইয়ে যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের মানসিক অবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। কারণ, ২০১৮ সালের আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমার সঙ্গে যা হয়েছিল, তাতে অনেকটা সময় মানসিক অবসাদে কাটাতে হয়েছে আমাকে। সেই অভিজ্ঞতার আলোকেই চেষ্টা করছি জুলাই আন্দোলনের যোদ্ধারা যে অবসাদে ভুগছেন, সেটা যেন কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন। শিল্পের মাঝে থাকলে মানুষ নানা সংকট কাটিয়ে উঠতে পারে। আমি নিজেও উঠে দাঁড়িয়েছি। এটাই তাঁদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
নওশাবা আরও বলেন, ‘আগুনি শুধু একটি নাটক নয়। আমাদের মূল উদ্দেশ্য জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য ফিরিয়ে আনা। একটি ওয়ার্কশপের মধ্য দিয়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া। তাঁরা একসঙ্গে রিহার্সাল করছেন, আনন্দ করছেন। এই যাত্রাটার মধ্য দিয়ে তাঁদের যে মানসিক প্রশান্তি আসছে সেটাই মুখ্য। ওয়ার্কশপে এসে তাঁরা একে অন্যের সঙ্গে নিজের গল্প শেয়ার করছেন। সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। আবার কবিতা, গান, ছবি আঁকা, নৃত্যসহ নানা কর্মকাণ্ড করছেন। সেই আউটকামটাই হচ্ছে এই নাটক, যা দেখা যাবে আগামী ৮ আগস্ট।’
শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের অন্যান্য অঞ্চলেও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মিউজিক্যাল পাপেট থিয়েটারটি করতে চান নওশাবা। ইতিমধ্যে এ নিয়ে কাজও শুরু করেছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে