বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। ১৮৫টি ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু শপথ অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। এবার সমিতির কার্যকরী সদস্য পরিষদ থেকে পদত্যাগ করলেন রোজিনা।
শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সমিতির গঠনতন্ত্র অনুসারে পর পর তিনবার কেউ সভায় অনুপস্থিত থাকলে তাঁকে নোটিশ দেওয়ার বিধান আছে। এসব বিষয়ে পরশু সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমার কথা হচ্ছিল। সামনে আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। হয়তো থাকতেও হতে পারে বেশ কিছুদিন। যেহেতু আমি থাকতে পারব না, তাই পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রোজিনা জানিয়েছেন, ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার লোক মারফত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু তখন সমিতির কার্যালয় বন্ধ থাকায় ই-মেইলের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে নাখোশ রোজিনা। তিনি বলেন, ‘চলচ্চিত্রই আমাকে আজকের রোজিনা বানিয়েছে। কিন্তু সেই চলচ্চিত্র নিয়ে এখন দেশবাসী হাসিঠাট্টা করছে, এটা দেখতে ভালো লাগছে না। শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ি মানায় না।’
২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান পরিষদ থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন রোজিনা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। ১৮৫টি ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু শপথ অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। এবার সমিতির কার্যকরী সদস্য পরিষদ থেকে পদত্যাগ করলেন রোজিনা।
শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সমিতির গঠনতন্ত্র অনুসারে পর পর তিনবার কেউ সভায় অনুপস্থিত থাকলে তাঁকে নোটিশ দেওয়ার বিধান আছে। এসব বিষয়ে পরশু সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমার কথা হচ্ছিল। সামনে আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। হয়তো থাকতেও হতে পারে বেশ কিছুদিন। যেহেতু আমি থাকতে পারব না, তাই পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রোজিনা জানিয়েছেন, ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার লোক মারফত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু তখন সমিতির কার্যালয় বন্ধ থাকায় ই-মেইলের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে নাখোশ রোজিনা। তিনি বলেন, ‘চলচ্চিত্রই আমাকে আজকের রোজিনা বানিয়েছে। কিন্তু সেই চলচ্চিত্র নিয়ে এখন দেশবাসী হাসিঠাট্টা করছে, এটা দেখতে ভালো লাগছে না। শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ি মানায় না।’
২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান পরিষদ থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন রোজিনা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে